যশোরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

0
257

স্টাফ রিপোর্টার: যশোরে বুড়ি ভৈরব নদের মধ্য থেকে গোলাম মোস্তফা (৫৫) নামে এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে যশোর সদরের চুড়ামনকাটি ঘোনা রোড এলাকায় নদের ভেতর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোলাম মোস্তফা যশোর সদরের বাগডাঙ্গা সরদারপাড়ার পাচু মণ্ডলের ছেলে। তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
নিহতের দৌহিত্র ওয়ালিয়ার রহমান বলেন, দাদা একজন কাঠ ব্যবসায়ী। তিনি প্রায়ই কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরেন। শনিবার আছরের নামাজের পরে তিনি বাড়ি থেকে বের হন। রাত ১২টা নাগাদ বাড়িতে না ফেরায় আমরা খোঁজখবর নিতে থাকি। তার মোবাইলফোন নাম্বারটি বন্ধ ছিল। পরে রবিবার সকাল ৯টার দিকে খবর পাই, দাদার গলাকাটা মরদেহ বুড়িভৈরবে পড়ে আছে। নদের পাড়ে রক্ত ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here