যশোরে মোটর সাইকেল চুরি মামলায় আটক আকাশ রিমান্ডে

0
271

কাগজ সংবাদ : যশোরের চান্দুটিয়া মঠবাড়িয়া বুকভরা বাওড় থেকে মোটর সাইকেল চুরির ঘটনায় মামলায় আটক তাজুল ইসলাম আকাশের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আটক আকাশ শহরের কারবালা কবরস্খান বামনপাড়ার মোজাম্মেল ইসলাম মল্লিকের ছেলে।
গত ২৭ সেপ্টেম্বর খড়কি দক্ষিন পাড়ার সিরাজুল হকের ছেলে নিশানকে ডেকে নিয়ে আটক সাকিব সহ আরো কয়েক বন্ধু চান্দুটিয়ার বুকভার বাওরে নিয়ে যায়। এসময় নিশান তার বাবার হোন্ডা হরনেট গাড়ি নিয়ে যায়। পরে মোটরসাইকেল রেখে ঘেরের ভিতরে ঘুরতে যায়। ফিরে এসে দেখে মটরসাইকেল নেই। এঘটনায় সিরাজুল থানায় মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করীম আকাশকে আটক করে রিমান্ডের আবেদন জানায়। আদালত একদিনের রিমসান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here