সখিপুর ৪ দলীয় লক্ষ্য টাকায় ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত

0
284

আবুল হাসান-দেবহাটা-সাতক্ষীরা প্রতিনিধি : গতকাল ২৫ অক্টোবর-রবিবার, বিকাল ৩টায় সখিপুর ফুটবল মাঠে বঙ্গবন্ধ ৪দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত। উক্ত খেলায় এক দিকে অংশ গ্রহন করে ভাড়ুখালী প্রগতি সংর্ঘ অপরদিকে জোর প্রতিদন্ধিতা করেন রামিন স্পোর্টস একাডেমি গাজীরহাট। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা এ, এস,পি সার্কেল শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা, সাবেক ছাত্রলীগ দেবহাটা উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ। গাজীরহাট রামিন স্পোটর্স একাডেমি ৫-০ গোল ভাড়ৃখালী প্রগতি সংর্ঘকে পরাজিত করে জয়লাভ করেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির ও সহযোগী রেফারী হিসাবে দায়িত্বপালন করেন দিলীপ কুমার ও আব্দুস সাত্তার। এই জাগ জমকপূর্ণ খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক মাঠে উপস্থিতি পরিলক্ষিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here