সাংবাদিক আবুল হাসান এর দাদা অসুস্থ ঢাকা হাসপাতালে ভর্তি

0
272

দেবহাটা (সাতীর) প্রতিনিধি ঃ যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার সাতীরা জেলার দেবহাটা প্রতিনিধি (সাংবাদিক) মোঃ আবুল হাসান এর দাদা শশুর মোস্তাফিজ মারাত্মক ভাবে অসুস্থ্য। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙ্গা এলাকার বাসীন্দা।বেশ কিছু দিন ধরে বুক যন্ত্রনায় ভোগছিলেন। গত ২১/১০/২০২০/ ইং-তারিখ খুবিই যন্ত্রনা বেড়ে যায়। ২২/১০/২০২০তারিখ তাকে ঢাকা নবীনগর এলাকায় হাবিব নামের হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা দিখে ডাঃ দ্রত্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তাকে ঢাকা শ্যামলী নিকটস্থ্য রিদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। সে খানে চিকিৎসায় একটু সুস্থ্যে দেখা যায়। ২৫/১০/২০২০ তারিখে ডাঃ তাকে দিখে কি রিপোর্ট দেবেন সেই অপোয় তার পরিবার। জানা গেছে তার হাডের সমাস্যা এবং রিং বসানো লাগেতে পারে এমনই জানা গেছে, তবে তিন লাক টাকা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here