সাধুহাটী ইউপি মেম্বরের নামে থানায় জিডি

0
266

মফিজুল হলিধানী ঝিনাইদহ প্রতিনিধি : জমি বন্ধকের টাকা ফেরৎ না দিয়ে উল্টো হুমকী দেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের ৯ নংওয়ার্ডের মেম্বর আমিরুল ইসলামের নামে জিডি হয়েছে। গোবিন্দপুর গ্রামের শফি উদ্দীন মন্ডলের ছেলে আসাদুজ্জামান বিপ্লব রোববার দুপুরে সদর থানায় এই জিডি করেন। যার নং ১২৪০। জিডিতে উল্লেখ করা হয়েছে বিবাদী গোবিন্দপুর গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে ইউপি মেম্বর আমিরুল, জামিরুল ইসলাম, ছেলে হামিদুল ইসলাম ও ভাগ্নে আলমের কাছে ১ লাখ ৭০ হাজার টাকায় পায় বিপ্লব। ২০১২ সালে জমি বন্ধক রাখার সময় তারা এই টাকা বিপ্লবের কাছ থেকে গ্রহন করেন। কিন্তু টাকা চাইতে গেল তারা প্রাণনাশের হুমকী ও ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি বিপ্লবের পরিবারের তি সাধন ও মিথ্যা মামলা করারও হুমকী দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here