শেখ সিরাজুদ্দৌলা লিংকন কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় সকালের সময় ও স্থানীয় দৈনিক খুলনা াইমস কয়রা প্রতিনিধি সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কয়রা থানায় সাধারণ ডায়রী করা হয়েছে । জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামে ইউনুস আলী গাজীর বাড়িতে আব্দুল্লাহ আল মাহমুদ ওরফে ডন মাহমুদের নেতৃত্বে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে জখম ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পরের দিন দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এতে প্তি হয়ে ডন মাহমুদ ও তার সন্ত্রাসী বাহিনী ওই সাংবাদিককের হাত কেটে নেওয়াসহ জীবননাশের হুমকি দেয়। পরে এবিষয়ে তিনি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।জিডি নং ৯০২ তারিখ ২৪ অক্টোবর ২০২০। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর ওই সাংবাদিক পেশাগত দায়িত্ব শেষে এক সহকর্মীর সাথে আমাদী থেকে বাড়ি ফেরেন। এসময় ডন মাহমুদের দেয়াড়া বাড়ির সামনে আসলে মোটরসাইকেলের গতিরোধ করে প্রকাশ্যে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হত্যাসহ হাত কেটে নেওয়ার হুমকি দেয় ডন মাহমুদ। এছাড়াও এর আগে গত ১১ সেপ্টেম্বর ওই সাংবাদিকের ভাইয়ের সামনেও তাকে নানা ভয়ভীতিসহ মেরে ফেলার হুমকি দেয়।
উল্লেখ্য, ডন মাহমুদের সন্ত্রাসী বাহিনী এর আগে আঃ রাজ্জাক নামে একজন আইনজীবিকে প্রকাশ্যে হাতুড়িপেটা ও লোহার রড ঢুকিয়ে পা ভেঙে দেয়। এ ব্যাপারে তাকে প্রধান আসমী করে মামলা হয়। এছাড়া রেজাউল করিম নামে একজন সমাজ কর্মীকে প্রকাশ্যে হাতুড়ি পেটা করে তার বাহিনী। এ ঘটনায়ও মামলা রয়েছে।














