খাবারের সন্ধানে চলে আসা হনুমান অভয়নগর উপজেলা পরিষদে

0
306

এইচ,এম,জুয়েল রানা : গতকাল রবিবার অভয়নগর উপজেলা পরিষদের সামনে একটি কামরাঙ্গা গাছে দুটি হনুমানকে ঘুরতে দেখা গেছে। খাবারের সন্ধানে হনুমান দুটি উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, দোকানপাট, হাটবাজারে ঘোরাফেরা করছে। বন্য এই প্রাণিটিকে দেখে অনেকেই খাবার কিনে দিচ্ছেন। রবিবার দুপুরে দেখা যায়, উপজেলা পরিষদে একটি কামরাঙ্গা গাছের ওপর হনুমান দুটি বসে থাকতে দেখা যায়। সেখানে বিভিন্ন বয়সের উৎসুক জনতা হনুমান দুটি দেখার জন্য ভিড় করছে। অনেকে আবার তাদেও দিকেত খাবার ছুঁড়ে দিচ্ছেন। উপজেলার বন কর্মর্কত সমীরণ কুমার বিশ^াস বলেন, খাবারের সন্ধানে হনুমান দুটি লোকালয়ে চলে এসেছে। তারা মানুষের দেওয়া খাবার খাচ্ছে। তবে হনুমানগুলো কারও ওপর কোনও আক্রমণ করছে না। এই দুটি হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। হনুমান দুটি বিভিন্ন হাট-বাজার, বাসাবাড়ি এবং গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই তাদের কলা, বিস্কুট, পাউরুটি কিনে দিচ্ছেন। হনুমান বিভিন্ন সময় ভারত থেকে খাবারের সন্ধানে আসে। কিছুদিন পর আবার চলে যায়। অনেক সময় যশোর থেকে কলা বোঝাই ট্রাকে করেও হনুমান আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here