শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি মোবাইল টিম নম্বর-১১ রামনগর সিরাজসিংগা মিস্ত্রীপাড়া পূজা মন্দির আনসার ভিডিপি সদস্যদের অকান্ত পরিশ্রম

0
281

কুয়াদা (যশোর) প্রতিনিধি ॥ রবিবার যশোর সদর ১১নং রামনগর ইউনিয়ণ ৯টি পূজা মন্দিরে সার্বক্ষনিক দিন-রাত ডিউটি করে যাচ্ছেন, আনসার ভিডিপি মোবাইল টিপ নম্বর ১১ সদস্যবৃন্দরা শারদীয় দূর্গাপূজা ২০২০এর কোন প্রকার বৃশ্রঙ্খলা না হয় সে জন্য সরকারি নিয়ম অনুযায়ী এই টিপ গঠন করা হয়। টিমের সদস্যবৃন্দরা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডার কামরুজ্জামান, আবুল কাসেম, খালেদুর রহমান টিটো, জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, আওরিয়া ইসলাম, সোহেল খান, ইমন হোসেন, আবু সাত্তার, এই সদস্যবৃন্দরা রামগর সতীঘাটা সার্বজনীন পূজা মন্দির, কামালপুর সাহাপাড়া সর্বজনীন পূজা মন্দির, কুয়াদা বাজার সর্বজনীনন পূজা মন্দির, সিরাজসিংগা সর্বজনীনন পূজা মন্দির, খরিচডাঙ্গা সর্বজনীনন পূজা মন্দির, বলাডাঙ্গা সর্বজনীনন পূজা মন্দির, শ্রীকান্তনগর সর্বজনীনন পূজা মন্দির, কুয়াদা বাজুয়াডাঙ্গা সর্বজনীন পূজা মন্দির, আনসার ভিডিপির মোবাইল টিম দিন-রাত সনাতন ধর্ম প্রাণ মানুষে সুস্থভাবে ধর্ম পালণ করতে পারেন তাহার কারণে তারা অকান্ত পরিশ্রমের সাথে এ ডিউটি পালন করছেন। এছাড়া জানা যায়, রামনগর ইউনিয়নে ৯টি পূজা মন্দিরে ইউনিয়ণ যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান নাজনীণ নাহার ১ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here