চুকনগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে বসতবাড়ি পুড়ে ছাই

0
250

ভ্রাম্যমান, প্রতিনিধি চুকনগর ॥ চুকনগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নগত টাকাসহ প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল নষ্ট।
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া (মালোপাড়া) গ্রামের বাংলাজিৎ বিশ্বাসের পুত্র স্বপন বিশ্বাস জানায়, সোমবারে তিনি পরিবার নিয়ে আতœীয় এর বাড়িতে বেড়াতে যায়। রাতে কোন এক সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। রাত আনুমানিক প্রায় ২টার দিকে গ্রামবাসী দেখতে পায় তার ঘরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় গ্রামের শত শত মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও অল্পক্ষণের মধ্যেই ঘরের ভিতর রাখা নগত ২২হাজার টাকা, ড্রেসিং টেবিল, খাট পালঙ্গ, মনিটর, সেলাই ম্যাশিন, ফ্যান, ফ্রিজ সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সংবাদ শোনা মাত্রই ভোর বেলায় আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ হেলাল উদ্দীন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন। এরপর ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিখা রানী বসাব ঘটনাস্থলে যান। বেলা ১০টার দিকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন ঘটনাস্থলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here