মহেশপুরে আবারও ২জন করোনায় আক্রান্ত

0
260

নিজস্ব প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে আরাবও ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৪ জনে। মঙ্গলবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানারা বেগম নিশ্চিত করেন। তিনি জানান, নতুন করে আক্রান্তরা হলেন মহেশপুর উপজেলার সুন্দপুর গ্রামে ১জন ও নস্তি গ্রামে ১জন। তারা বাড়িতে চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, মহেশপুরে মোট ১০৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৩জন মারা গেছেন, ৬৮ জন সুস্থ হয়েছে এবং ৩৩জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের প থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here