নতুন ধারাবাহিকে অরুণা বিশ্বাস

0
399

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন তিনি। আজ থেকে তার অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটক প্রচারে আসছে বলে জানান। নির্মাতা ফরিদুল হাসানের ‘ফরেন ভিলেজ’ শিরোনামের একটি ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেত্রীকে। সপ্তাহে শনি ও রোববার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। অরুণা বিশ্বাস বলেন, ধারাবাহিক নাটকটির গল্প কমেডি ঘরানার। তবে এখানে গতানুগতিক কমেডি নির্মাতা তুলে ধরেননি। গল্পে দেখা যাবে একটি গ্রামের নারীরা বিভিন্ন দেশে প্রবাসী।

সেই গ্রামে আমি একটি স্কুলের শিক্ষক। আমার থাকে গ্রামের নারীদের শিক্ষিত করার দায়িত্ব। বিদেশে গিয়ে একজন নারী কীভাবে স্বাবলম্বী হবেন সেসব বিষয়ে গ্রামের নারীদের শিক্ষা দিয়ে থাকি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অরুণার ‘শান’ শিরোনামের একটি ছবি। এ ছাড়া ‘তোকে ছাড়া শূন্য এ জীবন’ শিরোনামে তার আরো একটি ছবির শুটিং বাকি আছে। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে এই অভিনেত্রী বলেন, করোনার কারণে অনেক দিন সিনেমা হল, শুটিং বন্ধ ছিল। এরমধ্যে সিনেমা হল চালু হয়েছে। আমি আশা করি ভালো সিনেমা মুক্তি পেলে দর্শকরা হলে ফিরবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here