স্টাফ রিপোর্টার : যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, যাদের শরীরে প্রকৃত আওয়ামী লীগের রক্ত বইছে তাদেরকে দলের নেতৃত্ব স্থানে আনতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল। যে দলের নেতা ছিলেন বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একারণে নেতৃত্ব নির্বাচনে ভুল করলে চলবে না।
শনিবার সকাল ১০ টায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, আওয়ামী লীগের লোগো ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন আর বাবার স্বপ্ন বুকে ধারণ করে সোনার বাংলায় রুপ দিয়েছেন জাতির জনকের কন্যা তথা আজকের বাংলাদেশের মহানায়ক শেখ হাসিনা।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দীর্ঘকাল পরাধীনতার মধ্যে থেকে বাঙালী জাতি যখন নিষ্পেষিত হয়ে সহায় সম্বল বিহীন, তখন পরাধীনতার শিকল কেটে বাঙালী জাতিকে স্বাধীন সার্বভৌম লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাঁটি হাঁটি পা করে যখন তিনি নিজ দেশকে স্বপ্নভরে সাজাতে চলেছিলেন ঠিক সেই সময়ে এদেশের মধ্যে লুকিয়ে থাকা পাকিস্তানি পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো। বেচে ছিলেন কেবল দু’কন্যা। তলাবিহীন ঝুড়ির ন্যায় অনেক বছর কেটে অভাগা বাংলাদেশের। অবশেষে বঙ্গবন্ধুর সেই কণ্যার মধ্যে জৈষ্ঠ্য কন্যা নৌকার হাল ধরে এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। স্বপ্ন পূরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর। সততার সাথে দিনরাত কায়িক পরিশ্রম করে বাঙালী জাতিকে করেছেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী আর বিশে^র বুকে পরিচিতি পাইয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে।
এসময় তিনি নেতা নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের সাবধানতার কথা জানিয়ে বলেছেন, ৭১’র ঘাতক দালালরা এখনও আমাদের সাথে মিশে ক্ষতি করতে চায়। সুযোগ পেলে তারা আপনি-আমি বা আওয়ামী লীগের কোন নেতা-কর্মীদের ছাড়বেনা। তাই, যাদের শরীরে প্রকৃত আওয়ামী লীগের রক্ত বইছে তাদেরকেই দলের নেতত্বে আনার কোন বিকল্প নেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, এমদাদুল হক লতা, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, প্রচার সম্পাদক আকবার আলী, বেনাপোল পৌরবাসী সংগঠনের আহবায়ক মোস্তাক আহম্মেদ স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, উপজেলা পূজা উযযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ, পৌর যুবলীগের আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সকল সহযোগী সংঠনের নেতা-কর্মীরা।