স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ছেনে আরো ছয় এমপি । শনবিার তাদের কোভডি-১৯ পরীক্ষার পজটিভ ফলাফল এসেছে ।
করোনা আক্রান্ত এমপিরা হলেন- সংরক্ষতি নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, নওগাঁ-২ আসনের শহিদুজ্জামান সরকার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়রে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
জাতীয় সংসদের বিশেষ অধবিশেন শুরু আগে এমপদিরে করোনা টেষ্ট করা হয়। রোববার থেকে এই বিশেষ অধিবেশন শুরু হবে। অধিবেকশেনে অংশ নেবেন এমন কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকদেরও করোনা টেষ্ট করা হয়েছে ।