বিনোদন ডেস্ক : চলতি প্রজন্মের অভিনেত্রী সারিকা সাবাহ এখন ব্যস্ত সময় পার করছেন ধারাবাহিক ও খণ্ড নাটক নিয়ে। মূলত এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ এ ঝুমুর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ধারাবাহিকটির শুটিং মধ্যে করোনার কারণে বন্ধ ছিলো কয়েক মাস। তবে এরইমধ্যে পুরোদমে নাটকের শুটিং ও প্রচার শুরু হয়েছে। এ ধারাবাহিকের বাইরে খণ্ড নাটক নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে সারিকা অভিনীত ‘অন্নপূর্ণা’, ‘ভালোবাসি বলো না’, ‘ওসিডি’, ‘সবিনয় নিবেদন’ নাটকগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। চলতি ব্যস্ততা নিয়ে সারিকা সাবাহ বলেন, বেশ কিছু নাটকের মাধ্যমে দর্শক ও সহকর্মীদের প্রশংসা পেয়েছি। নতুন নাটক ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ততা চলছে।
তবে গল্প, চরিত্র, পরিচালকসহ সব কিছু পছন্দ হলেই কেবল সে নাটকে কাজ করছি। অভিনয়ে কি পরিকল্পনা করে আসা? উত্তরে সারিকা বলেন, একদমই না। অভিনয়ে আসার ইচ্ছে ছিল না। তবে টিভিতে বিজ্ঞাপন দেখে অভিনয় করতে ইচ্ছে করত। পরে পরিচিত একজনের মাধ্যমে বিজ্ঞাপনে কাজ করা শুরু হলো। সেখান থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে অভিনয়ের ডাক পাই। এ নাটকটি আমার জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন? সারিকা বলেন, এক কথায় অসাধারণ। এ নাটকটি থেকে যে সাড়া পাচ্ছি তা বলে বোঝানো যাবে না। এতে ‘ঝুমুর’ চরিত্রে কাজ করেছি। মাঝে মধ্যে নিজেকে সারিকা না, ঝুমুরই মনে হয়। নাটকটির টিম ওয়ার্ক অসাধারণ। সবাই নিজেদের সেরাটাই দিচ্ছেন এখানে। এ কারণেই ‘ফ্যামিলি ক্রাইসিস’ এতটা সফল। সামনের পরিকল্পনা কি? সারিকা বলেন, পরিকল্পনা করে তেমন কিছু করি না। যেমন পরিকল্পনা করে নাটকেও আসা হয়নি। ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে কাজ না করলে এতদিনে কি হতো জানি না। হয়তো অন্য কিছু করতাম। কারণ আমার পরিবারের অনেকেই প্রকৌশলী। আমিও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক করেছি। তবে এখন নিয়মিতই অভিনয় করছি। সিনেমায় কাজ করার ইচ্ছে আছে? সারিকা বলেন, সেটা এখনই বলতে পারছি না। তবে সিনেমায় জন্য আমি প্রস্তুত। যদি ভালো চরিত্র, গল্প, নির্মাতা পাই তবেই হয়তো করবো। শুরুটা ভালোভাবে করতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম কি করছেন? সারিকা ঝটপট বলেন, প্রেম অবশ্যই করি। তবে সেটা নাটকে। বাস্তবে প্রেম করছি না।
আর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা কি? এ অভিনেত্রী বলেন, বিয়ে তো করতেই হবে। তবে আমার কোনো পছন্দ আপাতত নেই। এটা আমার পরিবার দেখবে।














