যশোরে ইজিবাইক ছিনতাই সিন্ডিকেটের ৮ সদস্য আটক

0
473
স্টাফ রিপোর্টার :
যশোরে ইজিবাইক চোর সিন্ডিকেটের ৮ সদস্য আটক হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আজ(শনিবার) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসময় আটক চোর ও উদ্ধারকৃত আলামত উপস্থিত করা হয়। আটককৃতরা হলেন- মো: রাজু ওরফে বড় রাজু(২১), রাজু মোল্লা ওরফে ছোট রাজু, মোঃ শাহাদাৎ, মোঃ আনারুল, মোঃ শাহিন, রবিউল ইসলাম গাজী, মোঃ সোহেল রানা, মো: সুমন হাওলাদার। এদের ভিতরে সুমন হাওলাদার ও রাজু মোল্লার বাড়ি খুলনা’তে, অন্য সবাই যশোর শহরের বিভিন্ন স্থানে বাড়ি।
আলামত হিসেবে ছিনতাইকৃত ইজিবাইক, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে নানা কৌশলে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছে একটি চক্র। সর্বশেষ গত ২ নভেম্বর জেলার সদর থানার বাগডাঙ্গা গ্রামের নূর ইসলামের গ্যারেজ ভেঙ্গে ২টি ইজিবাইক চুরি হয়। তার দেয়া অভিযোগের ভিত্তিতে জোর তদন্ত শুরু করে ডিবি পুলিশ। একপর্যায়ে গতকাল বিভিন্ন সময়ে চোর চোক্রের ৮ সদস্যকে আটক ও তাদের চুরি করা ৮টি ইজিবাইক ও চুরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অন্যান্য চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here