স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরের পুড়াখালি গ্রামের এরশাদ আলী হত্যা মামলায় মামাতো ভাই জাকির হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। জাকির পুড়াখালি গ্রামের মোহাম্মদ জিন্নাহ মোল্লার ছেলে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হালিম।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২৪ মে সন্ধ্যায় এরশাদ বিশ্বাসকে পুড়াখালীর একটি চায়ের দোকানের সামনে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে জখম করে জাকির। গুরুতর আহত এরশাদ আলীকে খুলনা মেডিকেল হাসপাতালি ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরোন বেগম বাদী হয়ে জাকিরকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া জবানবন্দি ও স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় জাকিরকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত জাকিরকে আটক দেখানো হয়েছে।