অস্কারে বিদ্যা বালানের প্রথম স্বল্পদৈর্ঘ্য

0
412

বিনোদন ডেস্ক : প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন বিদ্যা বালান। তার স্বল্পদৈর্ঘ্যটি এবার অস্কার পুরস্কার মনোনয়ন পেয়েছে। গত বছর জুলাইয়ে স্বল্পদৈর্ঘ্য ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা। স্বল্পদৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনার ময়দানে নামেন অভিনেত্রী। যে ছবির চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন তৎক্ষণাৎ। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা ইত্যাদি নানা বিষয় ফুটে উঠেছে ছবিতে। যেখানে গৃহবধূর চরিত্রে ধরা দিয়েছেন বিদ্যা। ছবিটি মুক্তি পেতেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এবার সেটি এ বছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরার শিরোপা পেল। আর এই পুরস্কার জিতেই সেটি অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল। খবরটি পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নায়িকা। ইনস্টাগ্রামে লম্বা পোস্ট দিয়েছেন আনন্দে আত্মহারা বিদ্যা। লিখেছেন, সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here