ওয়েব সিরিজে পা রাখলেন সোহম-শ্রাবন্তী জুটি

0
448

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখলেন বড়পর্দার সুপারহিট জুটি সোহম ও শ্রাবন্তী। মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটিতে দেখা যাবে তাদের। প্রথমে এই সিরিজের নাম ছিল ‘ইনটিউশন’। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তারা। ররিবার থেকে এটির শুটিং শুরু হয়েছে। হইচই অ্যাপে দেখা যাবে এই ওয়েব সিরিজ। শুটিং শেষ হলেই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষিত হবে। করোনা আর লকডাউনের  জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং।

সেই সময় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফরমে। এ সময়ে অনেকখানি জনপ্রিয়তা বেড়েছে ওয়েব দুনিয়ার। এবার সেই দুনিয়ায় পা রেখে তাই দারুণ খুশি শ্রাবন্তী। অভিনেত্রীর কথায়, আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। ‘দুজনে’র গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায়। নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী করোনাজয়ী সোহমও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here