যশোরে গৃহবধুকে কু-প্রস্তাব, প্রতিবাদ করায় মারপিট ও শ্লীলতাহানী

0
282

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে এক গৃহবধুকে কু প্রস্তাব দিচ্ছে ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির হোসেন। বিষয়টির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সাব্বির ওই গৃহবধুকে মারপিট, শ্লীলতাহানী ও গহনা ছিনিয়ে নিয়েছেন। এঘটনায় ভুক্তভোগি নারী বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, সাব্বির তাকে প্রায়ই উত্যক্ত ও খারাপ প্রস্তাব দিতেন। বিষয়টি তিনি তার শাশুড়িকে জানান। শ্বাশুড়ি সাব্বিরকে তিরস্কার করে এ ধরণের কাজ আর না করার জন্য অনুরোধ করে। এতে করে সাব্বির আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠে। তার জেরে গত ৩ নভেম্বর বিকেলে সাব্বির বাদীর বাড়িতে এসে কাঠের চলা দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারতে থাকে। শরীরের লজ্জাজনক স্থানে হাতদিয়ে শ্লীলতাহানী ঘটায়। এসময় বাদীর গলায় থাকা একভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেই। বাদীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাব্বির পালিয়ে যায়। পরে বাদীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here