যশোর মাগুরায় আরো ১২ নমুনা করোনা পজেটিভ

0
304

স্টাফ রিপোর্টার : যশোর ও মাগুরা জেলার আরো ১২টি নমুনা করোনা পজেটিভ ফল দিয়েছে। রোববার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে সোমবার সকালে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে দুই জেলার মোট ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২টি নেগেটিভ ফল দিয়েছে।
এদিন যশোর জেলার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয়টি নমুনা পজেটিভ ফল দেয়। আর মাগুরা জেলার ১৬টি নমুনার মধ্যে তিনটি করোনা পজেটিভ পাওয়া যায়।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৯৬৭ জন। আর মারা গেছেন ৫০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here