স্টাফ রিপোর্টার :
যশোর শার্শার কেরালখালি গ্রামের আনিসুর রহমান হত্যা মামলায় দুই ভাইকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত আসামিরা হলেন, কেরালখালি গ্রামের মৃত হামজার আলীর দুই ছেলে নাসির হোসেন ও মতিয়ার রহমান। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ এজাজুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি নাসির হোসেন মালেশিয়ায় থাকা অবস্থায় তার স্ত্রী আমেনা খাতুনের সাথে আনিসুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আনিসুর বিয়ে করে আমেনা খাতুনকে। ছয় মাস সংসার করার পর আমেনা খাতুন তাকে তালাক দিয়ে নাসিরের সংসারে ফিরে আসে। চলতি বছরের জানুয়ারি মাসে নাসির দেশে ফিরে আসার আগে তার স্ত্রী আমেনা খাতুন তার পিতার বাড়ি চলে যায়। এনিয়ে আনিসুরের সাথে নাসিরের পরিবারের বিরোধ চলছিল। ৩ মার্চ বিকেলে গ্রামের সোহরাব ঢালীর দোকানে ছিল আনিসুর, মতিয়ারসহ কয়েকজন। এ সময় নাসির পিছন থেকে এসে আনিসুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আশাদুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক মতিয়ারের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীকর্মকর্তা। চার্জশিটে অভিুক্ত নাসির হোসেনকে পলাতক দেখানো হয়েছে।