শার্শায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0
312
জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শা উপজেলার নাভারণে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ। ঠিকানাবিহীন অজ্ঞাতনামা যুবক (৩৫) বাকপ্রতিবন্ধি ও মস্তিষ্কবিকৃতির ছিল বলে জানা যায়। উপজেলার নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ডরুমের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতাল কতৃপক্ষে পুলিশে খবর দিলে  অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার পুলিশ ও হাসপাতালসূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে নাভারণ বাজারে কলেজ গেটের সামনে ঐ অজ্ঞাতনামা যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। দুই-তিন দিন চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশে-পাশে ঘুরা-ফেরা করতে দেখা গেলেও কারও সাথে কোন কথা বলত না সে। রোববার সারাদিন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থান করতে দেখা যায়। অবশেষে সোমবার সকাল ৭টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ডরুমের সামনে মৃত অবস্থায় পড়েছিল ঐ যুবক। ধারণা করা হচ্ছে শরীরে রক্ত শূন্যতার কারনে রাতের শীতের তীব্রতার কারনে তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here