স্টাফ রিপোর্টার : গত ৩০ অক্টোবর বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি আব্দুল আজিজ । আব্দুল আজিজের বয়স ৭৫ । যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়ি ।প্রায় ৫ বছর আগে ব্রেন স্ট্রোক করলে বাক ও স্বরণশক্তি কিছুটা লোপ পায় তার ।অতি সম্প্রতি তার স্ত্রী মারা গেলে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন ।হাটাচলা স্বাভাবিক ভাবে করতে পারলেও স্বরণশক্তি প্রায় একেবারেই হারিয়ে যায় ।স্ত্রী হারানোর শোকে তার কথা বলা ও অনেকটা বন্দ হয়ে যায় ।
আব্দুল আজিজের ভাই আব্দুল জলিল জানান , গত ৩০ অক্টোবর সকালে গ্রামের দোকানে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে আজ অব্দি তিনি আর বাড়ি ফিরে আসেননি ।এলাকায় ব্যাপক ভাবে খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না ।সামাজিক যোগাযগ মাধ্যমে তার ছবি ও তথ্য পোস্ট করে সন্ধান চেয়ে অনুরোধ জানানো হচ্ছে । এলাকায় মাইকিং করা হচ্ছে । তিনি কোথায় আছেন ? কেমন আছেন ?সেটি নিয়ে তার পরিবার উদ্বিগ্ন । শ্বাস কষ্ট ও আরো কিছু শারীরিক সমস্যা থাকায় যে কোনো সময় তার জীবন হুমকির মুখে পড়তে পারে । আব্দুল আজিজের হারিয়ে যাওয়ার বিষয়টি শার্শা থানা পুলিশকে জানানো হয়েছে । একটি সাধারণ ডায়েরী ও করা হয়েছে শার্শা থানায় যার নম্বর -২১ তারিখ-০১/১১/২০২০ ইং খ্রিস্টাব্দ । ৪ ছেলে ও ৪ মেয়ের জনক আব্দুল আজিজকে না পেয়ে তার সন্তান ও আত্মীয়স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে । কোনো স্বহৃয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১১-৪৭২৬১৪ মোবাইল নম্বরে জানাতে তার পরিবার অনুরোধ জানিয়েছেন ।