নিজস্ব প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের পল্লীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, উপজেরার দারিয়াপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রীকে দীর্ঘনি যাবৎ একই গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে সমশের আলী(৪৫) বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিয়ে আসছিল। গত ৫ই নভেম্বর সকালে সমশের আলী ঐ গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ভিকটিম জানায়, তার স্বামী বিদেশে থাকার সুযোগে সমশের দীর্ঘদিন ধরে তার দিকে কু-দৃষ্টিতে তাকায় এবং প্রায়ই কু-প্রস্তাব দেয়। গত ০৫/১১/২০ইং তারিখে সকালে তাকে বাড়িতে একা পেয়ে সমশের আলী তার বাড়িতে ঢুকে তাকে চাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ব্যাপারে মহেশপুর থানায় ঐ গৃহবধূ একটি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে মহেশপুর থানার ওসি(তদন্ত) রাশেদুল আলম জানান,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে লম্পট সমশের আলী ভিকটিমকে খুন জখমের হুমকি অব্যাহত রেখেছে। ভিকটিম নিরাপত্তাহীনতায় আছে বলে এ প্রতিবেদককে জানিয়েছে।














