ডেক্স রিপোর্ট ঃ শ্যামনগরে অগ্রণী ব্যাংক লিঃ বংশীপুর বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে ১৫ জন কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি/পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বংশীপুর বাসস্ট্যান্ড শাখার মিলনায়তনে শাখা ব্যবস্থাপক (পিও) মোল্যা আব্দুল কাদের এর সভাপতিত্বে ঋণ বিতরণ উদ্বোধন করেন- সহকারী মহা-ব্যবস্থাপক ও অগ্রণী ব্যাংক লিঃ সাতীরা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান এস এম ইস্রাফিল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের সিনিয়র অফিসার গোবিন্দ ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর ঢালী, ব্যাংক কর্মকর্তাবৃন্দ ও ঋণ গ্রাহক কৃষকগণ। ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি/পল্লী ঋণ নীতিমালার আওতায় প্রকৃত ুদ্র কৃষক ও বর্গাচাষী ১৫ জনের মধ্যে প্রকাশ্যে ৪ ল ৩২ হাজার টাকা কৃষি/পল্লী ঋণ বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- পিও তাহারুল ইসলাম।