শ্যামনগরে গ্রাম-পুলিশকে মারপিটের অভিযোগ

0
285

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের গ্রাম-পুলিশ মোঃ আব্দুস সালামকে এলাকার মাদকসেবী ও চাঁদাবাজরা মারপিট করে জখম করার অভিযোগে আদোলতে মামলা। মামলার নথি সূত্রে জানা যায় শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত আবু বক্কর সরদারের পুত্র গ্রাম-পুলিশ আব্দুস সালাম অভিযোগে উল্লেখ করেছে সে ভূমিহীন , নিজের কোন জমি জায়গা না থাকায় ওয়াপদার রাস্তার পার্শে খাস জমিতে ওয়াপদা কতৃপক্ষের অনুমতিতে ঘর বেঁধে দীর্ঘ ৩০ বছর যাবৎ বসবাস করছে। এলাকার মাদকসেবী , চাঁদাবাজ , দখলবাজ মৃত কাদের গাইনের পুত্র কামরুল গাইন ও মাহমুদুল আলম , শহিদুল্ল্যা, কামরুল গাইনের পুত্র মোঃ এজাজ আহম্মেদ, শহিদুল্ল্যার পুত্র সুজন উক্ত সালামের কাছে ৫০ হাজার টাকা চায়। সালাম গ্রাম-পুলিশ হওয়ায় চাঁদা দিতে রাজি না হওয়ায় এবং তাদের কর্মকান্ডের কথা উপজেলা প্রশাসনকে জানায়। এ আক্রশে মাদকসেবী, চাঁদাবাজ ও দখলবাজরা দলো বদ্ধ হয়ে ৩০/১০/২০ তারিখে সকাল ৭ টায় অন্যায়ভাবে জোর পূর্বক গ্রাম-পুলিশ আব্দুস সালামের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করতে থাকে। বাধা দেওয়ায় দখলবাজরা আব্দুস সালামের ওপর হামলা করে মারপিট করে গুরুতর জখম করে এবং পরিহিত গ্রাম-পুলিশের পোশাক ছিড়ে ফেলে। এসময় আব্দুস সালামের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মারপিঠ করে জখম করে। তাদের চিৎকারে অভিযোগের সাক্ষীগণ এসে পড়লে খুন জখমের হুমকি দিয়ে তারা কেটে পড়ে। এঘটনায় গ্রাম পুলিশ আব্দুস সালাম হামলাকারীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করায় মামলা হয়েছে। মামলা নং- ৪৪৪, ধারা- ১৪৩,৩২৩, ৩৫৪, ৩৫৩, ৩৮৫, ৩০৭, ৪২৭, ৫০৬ (২)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here