মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ “মাক্স ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ ও মাক্স পরিধান করুণ সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে বুধবার বেলা ১২টারয় উপজেলা প্রশাসনের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ইউএনও অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্ররিক) শাহ জালাল, হিসাব সহকারী তপন রায় সহ আরো অনেকে।
অপরদিকে বেলা সাড়ে ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে পৃথকভাবে আরো একটি অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজির হাসান, উপজেলা কানুনগো মোঃ আবু ছালেম, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারিক (নাজির) মোঃ সাখাওয়াত হোসেন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার প্রমুখ।