স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া(যশোর) : বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরের চোঁখের ফ্যাকো সার্জারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনার শিরোমনি এলাকার বিএসবিএন চক্ষু হাসপাতালে তার ডান চাখ অপারেশন সম্পন হয়।
তার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিবতি জানিয়ছেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, চদন দাস, সহ-সভাপতি শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, দপ্তর সম্পাদক রাকিব হাসান, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, সাংবাদিক লক্ষণ চদ্র মণ্ডল, মিজানুর রহমান, আজিজুল ইসলাম, আজম খাঁন, আব্দুর রব মিয়া, মোজাফ্ফার হোসেন, শাহাজাহান সাজু, তরুন মন্ডল, সাঈদ ইবেন হানিফ, এমএ আওয়াল, শামীম রেজা, রহমান জেমাম বাবু, মঞ্জুর মুর্শিদ, আহাদ আলী,শান্ত দেবনাথ।
আজম খাঁন
১২/১১/২০২০