শ্রীদেবীকে ভয় পেতেন সালমান

0
365

বিনোদন ডেস্ক : সময়টা নম্বইয়ের দশক। সালমান খান ভয় পেতেন স্বয়ং তার নায়িকাকে! শ্রীদেবীর দাপটে একেবারে কাঁটা হয়ে থাকতেন বলিউডের জনপ্রিয় এই নায়ক। সালমান তখন নতুন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করছেন। তখন শ্রীদেবীর সঙ্গে ‘চাঁদনী’তে জুটি বাঁধেন। কিন্তু প্রেমের দৃশ্যে নায়কের মনে আর প্রেম আসে না। তরুণ সালমানের মন জুড়ে তখন শুধ ভয় আর চিন্তা। কিন্তু শ্রীদেবীরর মতো সুন্দরী নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্য পেয়ে উৎফুল্ল হওয়ার বদলে ভয় কেন? এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, শ্রীদেবীর চমৎকার ব্যক্তিত্ব ছবির বাকি সব চরিত্রকে ছাপিয়ে যেত। এমন কী সেই তালিকা থেকে বাদ পড়ত না স্বয়ং নায়ক। এরকম একজন বলিষ্ঠ অভিনেত্রীর সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে তাই কিছুটা ভয়েই ছিলেন সালমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here