স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণার অভিযোগে খন্দকার ওবায়দুর চুন্নু ওরফে জীবন চৌধুরী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। ওই প্রতারক চারজনের কাছ থেকে সাড়ে ২৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নড়াইল সিআইডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আটক ওবায়দুর ওরফে জীবন চৌধুরী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে দিয়ে প্রতারণা করতো। তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি, ডিজিএফআই-এর ভুয়া পরিচয়পত্র, পাঁচটি মোবাইল সেট এবং বিভিন্ন কোম্পানির দশটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
নড়াইল সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ওবায়দুর ওরফে জীবন চৌধুরী সেনা কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন জেলায় সাতটি বিয়ে করেছেন। এরপর ওই এলাকার সহজ সরল মানুষকে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি দেবার নামে নিয়োগপত্র প্রদান করে লাখ লাখ টাকা আদায় করে আসছিল। এরই ধারাবাহিকতায় নড়াইলের তিনটি এলাকার চারজনের কাছ থেকে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। এরকম একটি ঘটনায় নড়াইলের লোহাগড়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
তিনি আরো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নড়াইল সিআইডির একটি টিম বুধবার (১১ নভেম্বর) ভোরে রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার রুপসা গ্রামে অভিযান চালিয়ে ওবায়দুর ও তার মা মরিয়ম বেগমকে (৬৮) গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অবৈধ ওয়াকিটকি, মোবাইল ও ডিজিএফআই-এর ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তবে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।’ তিনি আরো জানান, ওবায়দুরের বিরুদ্ধে লোহাগড়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।
এদিকে মামলার বাদী লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা এলাকার ফিরোজ মোল্লা জানান, তার ছেলে মুসা মোল্লার (১৮) সেনাবাহিনীর ইএমই কোরে অফিস সহকারী পদে চাকরির পাইয়ে দেবার আশ্বাস দেন ওবায়দুর। এজন্য তিনি নয় লাখ টাকা দাবি করেন। জমি বিক্রি ও ঋণ নিয়ে ওবায়দুরকে গত মে ও জুন মাসে দুই কিস্তিতে তিনি নয় লাখ টাকা দেন।
একই উপজেলার কাউড়িখোলা গ্রামের বিল্লু মঙ্গল রায় জানান, সেনাবাহিনীতে কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য গত জুলাই ও আগস্ট মাসে ওবায়দুরকে দশ লাখ টাকা দিয়েছেন ।
এছাড়া রাজুপুর গ্রামের তরিকুল ইসলাম চার লাখ টাকা ও ইশানগাতি গ্রামের সাজ্জাদ সরদার চাকরির জন্য ছয় লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন প্রতারক ওবায়দুরকে।