কেশবপুর পৌর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশি কামাল খানের উঠান বৈঠক

0
369

 

 

ভ্রাম্যমান প্রতিনিধি, কেশবপুর ॥
কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশি পৌর যুবলীগনেতা কামাল খান প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার বিকালে হাবাসপোল গ্রামের নিয়ামত আলীর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খানের পূত্র সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থী পৌর যুবলীগনেতা কামাল খান। মশিয়ার রহমানের সভাপতিত্বে ও রাসেল আহম্মেদের সঞ্চাননায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী, ড্রাইভার মকবুল সরদার, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক খান, মোসলেম উদ্দীন সরদার, আতিয়ার রহমান, আব্দুল হালিম, সাখাওয়াত হোসেন, রোমেচা বেগম প্রমুখ।
উল্লেখ্য ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান শারীরিকভাবে অসুস্থ্যতার কারণে আগামীতে পিতার স্থান ধরে রাখতে পৌর কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি পৌর যুবলীগনেতা কামাল খান প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here