যশোরের এ্যথলেটারদের সাথে সৌজন্য সাাৎ করেন কেন্দ্রীয় এ্যাথলেট ফেডারেশন

0
228

ক্রীড়া প্রতিবেদক : যশোরের এ্যথলেটারদের সাথে সৌজন্য সাাৎ করেন কেন্দ্রীয় এ্যাথলেট ফেডারেশন। শুক্রবার সকালে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এ্যাথলেটারদের কার্যক্রম পরিদর্শনন এবং পরিচিত হন অ্যাথলেটিক ফেডারেসনের সহ-সভাপতি ফারুক ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, কোচ মর্তুজা ইকবাল নূরী, যশোর শিা বোর্ডের ক্রীড়া অফিসার আসাফউদ্দৌলা টিটোসহ আরো অনেকে। এ সময় যশোরের এ্যাথলেটিক পরিষদের সকলেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here