দশমিনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন

0
340

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার ও প্রচারনা করা হচ্ছে। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হচ্ছে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে সকলকে অবহিত করা হচ্ছে। অপরদিকে মাস্ক পরিধান না করায় ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here