শিরাশুনি ওরজিন আইটি সলিসোন সংস্থার উদ্যোগে ৩দলীয় ক্রিকেট টুনামেন্টে অনুষ্ঠিত

0
531

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ শিরাশুনি ওরজিন আইটি সলিসোন সংস্থার উদ্যোগে ৩দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আলামিন ক্রিকেট একাদশকে পরাজিত করে ওলিউর ক্রিকেট একাদশ জয় লাভ করেছে। এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন পরিচালক ইব্রাহিম হোসেন শরীফ, আব্দুল্লাহ আল রুকু, আলামিন সুমন প্রমুখ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আলামিন সুমন ও ম্যান অব দ্যা শিরিজ নির্বাচিত হন শরিফুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here