হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট

0
508

স্টাফ রিপোর্টার : হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।সূযের আলোতে শিশির দানাগুলোর মতো জ্বলজ্বল করে জানান দিচ্ছে শীত এসেছে।কুয়াসা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয় শীতের আগমনী পূর্বাভাস বুঝতে শুরু করেছে যশোর বাসী।তবে শীতকে সামনে রেখে জাগিয়ে বসেছে লেপ,কম্লল,এবং গরম কাপড় বের শুরু করেছে গৃহিনীরা।চারিদিকে কুয়াশা মাঝেও প্রকৃতী আর মাঠে মাঠে সবুজ শ্যামল ফসলের ঘ্রাণে মুখোরিত বাংলা কৃষকেরা।দিনে গরম আর রাতে শীত আর ভোরের ঘন কুয়াশা বলেই দিচ্ছে শীত আর বেশি দূরে নেই।তবে গ্রাম অঞ্চলে একটু বেশিই শীত পরেছে। সকালে দেখা মিলেছে সাদা কুয়াশাচ্ছন্ন প্রকৃত ীর এক অপরূপ সোন্দর্যের বেলাভূমী।তাইতো এই কুয়াশাচ্ছন্ন পরিবেশই উওুরে ঠান্ডা বাতাসে আবহাওয়া শীতকে পরিপূর্ণ ভাবে জাগিয়ে তুলছে।এভাবেই নতুন প্রকৃতই তার নতুন রূপে নতুন সাজে সজ্জিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here