স্টাফ রিপোর্টার :যশোর চাঁচড়া এলাকায় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র এক বৃদ্ধার জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। আদালতে ও থানার সরনাপ্নœ হয়েও তাদের প্রতিকার মিলছে না। এখন চক্রটি ওই জমি দখলে নিতে বৃদ্ধার পরিবারকে খুন গুমের হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে ভুক্তভোগি বৃদ্ধার স্বামী কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন ।
গত ১৩ নভেম্বর যশোর কোতোয়ালি থানায় দায়ের সাধারণ ডায়েরিতে(যার নং ৮২০) বেজপাড়া এলাকার মৃত আরসাদ আলীর ছেলে মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেছেন, যশোর সদর উপজেলার ৭৭ নং চাঁচড়া মৌজায় ৮.৩১ শতক জমি ক্রয় সূত্রে মালিক তার স্ত্রী আশুরা আহমেদ। ২০১৬ সালের ২৭ মার্চ তিনি এ জমি শোভা খাতুনের কাছ থেকে ক্রয় করেন। এরপর তার স্ত্রীর নামে ওই জমির নামপত্তন করা হয়। ওই জমির খাজনাও দিচ্ছেন নিয়মিত। এরমাঝে ২০১৮ সালে খোলাডাঙ্গা এলাকার মৃত উসমানের ছেলে আব্দুল কাদের, খড়কি দক্ষিন পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ রিপন ওরফে বোমা রিপন ও তৌহিদের ছেলে ইলাহী নানা ধরণের ভয়ভীতি দেখিয়ে ওই জমি জোর পূর্বক দখলের চেষ্টা করতে থাকেন। বিষয়টি নিয়ে মহিউদ্দিন স্থানীয়দের শরণাপন্ন হন। কিন্তু চক্রটি কারো কথা না মানায় একপর্যায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে করে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে আদালত। একই সাথে কোতোয়ালি থানার এসআই নাহিয়ান বিষয়টি আদালতের নির্দেশে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালতের রায় আসে মহিউদ্দিন পরিবারের পক্ষে। এরপর থেকে সন্ত্রাসী চক্রটি কয়েকবছর চুপচাপ থাকে। এরমাঝে মহিউদ্দীন তাদের জমির অংশ প্রাচীর দ্বারা ঘিরে ফেলেন। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে চক্রটি। গত পহেলা জুলাই চক্রের সদস্যরা ওই জমিতে এসে বাদী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং মহিউদ্দীনদের ওই জমিতে আসতে নিষেধও করেন চক্রটি। অন্যথায় খুন জখমেরও হুমকি দেয় তারা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরের দিন চক্রটির বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারন ডায়েরি করেন। যার নং-৩৯০। এতে তেলে বেগুনে জলে উঠে চক্রটি। গত ১১ নভেম্বর অপরাধী চক্রের সদস্যরা অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে এসে ওই জমির প্রাচীরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে বাদী পরিবার জমিতে হাজির হয়। এসময় এলাকাবাসী বিষয়টির প্রতিবাদ জানালে চক্রটির সদস্যরা চলে যায়। যাবার সময় নানা ধরণের হুমকি দিয়ে যায় ও ওই জমিতে তারা আবার আসবেন এবং সেখানে ঘরও তুলবেন বলে হুংকার দিয়ে যান। এমতাবস্তায় মহিউদ্দীনপরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। যেকোনো সময় তার পরিবারের বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন বলে কোতোয়ালি থানায় দায়ের করা সাধারন ডায়েরীতে উল্লেখ করেন মহিউদ্দীন। একই সাথে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।