কপিলমুনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালী ঠাকুরের প্রতিমা বির্সজন অনুষ্ঠিত

0
300

কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালী ঠাকুরের প্রতিমা বির্সজন পর্ব শেষ হয়েছে। অনুষ্ঠানস্থলে পুলিশের নিরাপত্তা বলায় ছিল চোখে পড়ার মত। শুক্রবার তিথী লগ্ন অনুযায়ী দিপাবলী অনুষ্ঠান শুরু হয়ে সোমবার সন্ধ্যায় কালী ঠাকুরের প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে এ পর্বের পরিসমাপ্তি ঘটেছে। এ উপল্েয বিকাল ৪ টা থেকে বিভিন্ন সনাতন সম্প্রদায়ের নরনারী, যুবক, যুবতী ও মধ্যে বয়সীরা পরিবার পরিজন নিয়ে দল বেঁধে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। সন্ধ্যা নামার কিছুণ পর্বে সেখানে আগত দর্শনার্থীদের উপস্থিতে অনুষ্ঠানস্থল যেন এক অপরুপ মিলন মেলায় পরিণত হয়ছিল। কপিলমুনি কালী ঘাটে প্রতিমা বির্সজন পর্বে সেখানে উপস্থিত ছিলেন, পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আঃলীগের সভাপতি যুগোল কিশোর দে, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, বিধান চন্দ্র ভদ্র, তাপস সাধু, রামপ্রসাদ পাল, হিমাদ্রী শেখর দে, জগদীশ চন্দ্র দে, রথীন্দ্রনাথ দত্ত, প্রভাষক রেজাউল করিম খোকন, ত্রিদিব কান্তি মন্ডল, পবিত্র সাধু, দিলীপ দে, স্বপন সাহা, অসিত দে, জালাল সরদার, জিএম সামাদ, মফিজুল ইসলাম, তমিজ উদ্দীন, ইউপি সদস্য আজিজ বিশ্বাস, এসআই ইন্দ্রজিত মল্লিক, এসআই মনিরুজ্জামান হাজরা, এএসআই প্রবাস মিত্র, শফিকুল ইসলাম, এনামুল হকসহ থানা ও কপিলমুনি ফাঁড়ির সঙ্গীয় ফোর্স প্রমুখ। উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের দেবব্রত কুমার বিশ্বাস কালী ঠাকুরের প্রতি ভক্তি শরুপ ২ মণ রসগোল্লা আকৃতি চমচম সেখানে আগত শত শত দর্শনার্থীদের মাঝে বিতরণ করেন। এমনকি আগামী বছরও এর থেকে অধিক মিষ্টি বিতরণের পরিকল্পনা রয়েছে তার। প্রসংগত, খুলনা জেলার দণি জনপদের এ পটভূমিতে কয়েক ল বিভিন্ন সম্প্রদায়ের লোকের বসবাস। সেই আদি কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এ জনপদে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ এক অভিন্ন সম্প্রতির বন্ধনে আগলে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here