কলারোয়ায় পদোন্নতিপ্রাপ্ত শেখ ফারুক হোসেনকে প্রেসকাবের সংবর্ধনা

0
283

এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পরিচালক শেখ ফারুক হোসেনকে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করলো কলারোয়া প্রেসকাব। সোমবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি সহকারী পরিচালক শেখ ফারুক হোসেন। প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় শুরুতে প্রেসকাবের প থেকে শেখ ফারুক হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের এফএস আলহাজ্ব আব্দুস সামাদ, এফএস সাবের আলি, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্য এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য শিক সাইফুল ইসলাম, সেলিম খান, তরিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, তলারোয়ার কৃতি সন্তান সংবর্ধিত শেখ ফারুক হোসেন অতি সম্প্রতি কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবার (বালিকা) এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here