তেঁতুলিয়া ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় উত্তর শ্রীপুর ফুটবল একাদশ জয়ী

0
260

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া যুব সংঘের আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা গতকাল বিকালে তেঁতুলিয়া ফুটবল মাঠে গাজীর হাট ফুটবল একাদশ বনাম উত্তর শ্রীপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোল হলে সমতা হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে গাজীর হাট প্রগতি সংঘ কে হারিয়ে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ জয় লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অজর্ন করে। টাইব্রেকারে উত্তর শ্রীপুর ৫ ও গাজীর হাট ২ গোল করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী মোমেন, গোপাল ও রিফাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here