বেনাপোলে মিথ্যা ঘোষণার অভিযোগে আমদানি পণ্য আটক

0
265

বেনাপোল থেকে এনামুলহক ঃ বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ব্লিচিং পাউডার ঘোষণায় আমদানিকৃত পণ্যের সাথে কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার অভিযোগে ভারতীয় একটি ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার বেনাপোল স্থল বন্দরের ৩২ নং শেডের সামনে থেকে ভারতীয় এ ট্রাকটি আটক করা হয়। আকটকৃত পণ্যের আমদানি কারক এমএস রিড এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ রিয়াংঙ্কা ইন্টারন্যাশনাল। যার বিলঅবএন্ট্রিনংসি-৫৪৫২৫ তাং-১৪-১১-২০২০ ও মেনিফেস্ট নং-২৭৫৭৮ তাং-১১-১১-২০২০। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল বন্দরের সামনে থেকে ডই২৫ ই৭১৩৩ নং ভারতীয় একটি ট্রাক আটক করা হয়। পরে ওই ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজ আনা হয় এবং ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে আমদানিকৃত ১৮৭ প্যাকেজের ব্লিচিং পাউডারের সাথে মিথ্যা ঘোষণার কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়। এগুলো কি পণ্য পরীা ছাড়া বলা সম্ভব না, বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here