মাগুরায় গণ প্রকৌশলী দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালী

0
304

মাগুরা প্রতিনিধি : “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরায় গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টায় ভায়না মোড়স্থ আইডিইবি’র কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে মাগুরা জেলা আইডিইবি শাখা । সভায় জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু । বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু । বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল ইসলাম,সদস্য প্রকৌশলী হাসান আহমেদ ও প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন প্রমুখ । সভায় আইডিইবি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য প্রকৌশলী আনিচুর রহমান । সভা শেষে জেলা শাখার শতাধিক সদস্য র‌্যালীতে অংশ নেন । র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে ভায়না মোড় আইডিইবি’র কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here