যশোওে ৪৮ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

0
256

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের মোল্যা বাড়ি মসজিদের সামনে থেকে সবুজ হোসেন নামে এক যুবককে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মুজিবর ভূগার ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ডিবি’র এসআই আরিফুল ইসলাম,এএসআই আমিনুল ইসলামসহ একটি চৌকসদল রোববার বিকেলে সাড়ে ৪ টায় উক্ত এলাকার বালুন্ডা বাজারগামী থেকে সবুজ হোসেনকে গ্রেফতার করে। পরে তার দখলে থাকা ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে সোমবার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here