যশোরে চেক ডিজঅনার মামলায় এক ব্যক্তিকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড

0
234

স্টাফ রিপোর্টার : যশোরে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী নাইমুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমান জরিমানা করেছে একটি আদালত। রোববার এক রায়ে যুগ্ম দায়রা জজ আদালতে বিচারক মো.আসিফ ইকবাল এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত নামুল ইসলাম মেসার্স এম এন্টারপ্রাইজের মালিক ও শহরের টিবি কিøনিক এলকার মৃত নজরুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, যশোর চাঁচড়া রাপাড়ার মৃত শেখ বদর উদ্দিনের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন নাইমুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে এ টাকা পরিশোধ না করায় তাগাদার এক পর্যায়ে নাইমুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এম এন্টারপ্রাইজ নামীয় যুমনা ব্যাংক হিসাবের একটি ১০ লাখ টাকার চেক দেন। নাইমুল ইসলামের সুপারিশে ২০১৭ সালের ৮ মার্চ চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জম দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি উকিল নোটিশটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে টাকা দিয়ে চেকটি ফেরত নেয়ার অনুরোধ করা হয়। আসামি নাইমুল ইসলাম এ ব্যাপারে কর্ণপাত না করায় আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাইমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমান ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নাইমুল ইসলাম পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here