যশোরে ট্রাকের ধাক্কায় বেসামরিক বাবুর্চি নিহতর ঘটনায় মামলা

0
263

স্টাফ রিপোর্টার : শহরের বেনাপোল কুষ্টিয়া মহাসড়কের আরবপুর মোড় নামক স্থানের চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় ফিরোজ কামাল নামে এক বিমান বাহিনীর বাবুর্চি ক্যাডেট’স মেস নিহতর ঘটনায় মামলা হয়েছে। নিহতর শ্যালক লিখন হোসেন দাড়িয়া বাদি হয়ে মামলা করেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোবরা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। জনগন কর্তৃক জব্দকৃত ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় তিনি বলেন, তার দুলাভাই এসএস/৬৯৯০ সিভিঃ ফিরোজ কামাল বাবুর্চি ক্যাডেট’স মেস বিমান বাহিনী একাডেমি যশোরে কর্মরত ও যশোর সদর উপজেলার ভেকুটিয়া কলোনীপাড়ার বাসিন্দা ও বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। রোববার ১৫ নভেম্বর দুপুর সাড়ে ফিরোজ কামাল শহর থেকে বাইসাইকেল যোগে ভেকুটিয়া কলোনী পাড়ার বাড়িতে ফিরছিল। উল্লেখিত স্থানে পৌছালে ধর্মতলা থেকে পালবাড়ী মুখী বেপরোয়া গতি সম্পন্ন (কুষ্টিয়া ট-১১-২২৩৩) রশিদ লজিষ্টিক লিঃ বল্লবপুর পোড়াদহ কুষ্টিয়া নামক ট্রাক বাইসাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যাবার সময় কিছুদূর গিয়ে ট্রাকটি চালক ফেলে পালিয়ে যায়। জনগন ট্রাকটিকে জব্দ কে পুলিশেল কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় ফিরোজ কামালকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে সেখান থেকে যশোর সিএমএইচ ভর্তি করা হলে বিকেলে মারা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here