সাতক্ষীরার শ্যামনগরের কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত

0
219

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের ওপর গুলি চালিয়েছে বোরকা পরা সন্ত্রাসীরা। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এর পরপরই সন্ত্রাসীরা তার মাথা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রোববার রাত ৮ টার দিকে কৈখালি ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানান, তারা পরিষদ চত্তরে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭/৮ টি মোটর সাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি তার পায়ে লাগে। সন্ত্রাসীরা গুলি করেই ক্ষ্যান্ত হয়নি। তাকে ধারালো চাপাতি দিয়ে মাথায় ও পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় জনগণের ডাকচিৎকারে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তারা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন। তিনি আরো জানান, ঘটনাস্থলে গুলির খোসা পড়ে রয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে শুনে খোঁজখবর নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here