যবিপ্রবির পরীায় আরো ১৭ নমুনা পজেটিভ

0
346

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীায় আরো ১৭ নমুনা করোনা পজেটিভ ফল দিয়েছে। শনিবার রাতে পরীা শেষে রোববার সকালে এই ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে নেওয়া মোট ১১৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৯৯টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোর জেলার ৯৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ১৫টি পজেটিভ ফল দেয়। আর মাগুরার ২০টি নমুনা পরীা করে দুটি পজেটিভ ফল পাওয়া যায়। বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জনের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here