আঁঠারমাইলের কাঞ্চনপুর বিল থেকে অবৈধভাবে বালি উত্তোলন

0
222

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ আঁঠারমাইলের কাঞ্চনপুর বিল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। গত ১০দিন ধরে এভাবে বালি উত্তোলন করায় পাশের জমির মালিকরা প্রভাবশালী মেশিন মালিকের বিরুদ্ধে কোন কথা বলতে পারছে না। তবে এভাবে বালি উত্তোলন করা হলে অল্পদিনের মধ্যে পাশের জমি গুলো অচিরেই ভাঙ্গন কবলিত এলাকায় পরিণত হবে।
জানা যায়, গত ৬নভেম্বর থেকে কেশবপুর উপজেলার শিরাশুনি গ্রামের নুরুজ্জামান নামে এক ব্যক্তি কাঞ্চনপুর বিল থেকে শওকাত আলী মাহামুদের পুত্র মনিরুল ইসলাম মাহমুদের জমি থেকে বালি উত্তোলন করছে। এতে করে ভোলা সরদারের পুত্র আব্দুল হাকিম সরদার ও আব্দুল হামিদ সরদার, কেছমত আলী সরদারের পুত্র সোহরাব হোসেন সরদার সহ একাধিক ব্যক্তির জমি ভাঙতে শুরু করেছে। বিষয়টি নুরুজ্জামানকে একাধিকবার বলা হলেও তিনি তাদের কথায় কোন কর্ণপাত না করে বালি উত্তোলন করেই চলেছে। এব্যাপারে নুরুজ্জামান বলেন, আমি ১/২দিনের মধ্যে মেশিন তুলে নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here