কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১৪ জন আসামী আটক সহ হেলমেট বিহিন মটরসাইকেল আটক

0
268

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত ১৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান এ,এস,আই তরিকুল ইসলাম, এস,আই সেলিম রেজা, এ,এস,আই রাসেল মাহমুদ, এ,এস,আই আলিমুজ্জামান, এ,এস,আই ফেরদাউস সহ পুলিশ কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাশেমপুর গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে শেখ দাওয়াত আলী (৩৩), বাজারগ্রামের মালেক শেখের ছেলে খায়রুল শেখ (৪৫), মলেঙ্গা গ্রামের আমের আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৪), উজিরপুর গ্রামের সিদ্দিক গাইনের ছেলে এমদাদ গাইন (৩২), কিবরিয়া হোসেন খোকন(৪০), মাহমুদুল গাইন (২৭), বদির গাইন (৩৪) ও মৃত ইয়াহিয়া গাইনের ছেলে সিদ্দিক গাইন (৬০), মৌতলা গ্রামের ময়না মীরের ছেলে মোঃ ফারুক মীর একাই ৬টি ওয়ারেন্টে ভুক্ত আসামী। তাদের কে গ্রেপ্তার করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের নেতৃত্বে থানা পুলিশ মঙ্গলবার সকাল থেকে কার্লিগঞ্জ তারালী মোড়ে হেলমেট বিহিন মটরসাইকেল চালানোর অভিযোগে ১০টি মটরসাইকেল আটক করে। এছাড়া যাত্রীবাহী বাসে ও ট্রাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইডিং হনর্ ২৪টি খুলে জব্দ করেন। এছাড়া একটি বাস একটি ট্রাক আটক করেন। জানা গেছে কাগজ পত্র ও হেলমেট না থাকায় তাদের কে আটক করে মামলা দেওয়া হয়েছে। এছাড়া কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর বাই সাইকেল চুরি হলে বিষয়টি কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করলে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন সাইকেল চুরির অভিযোগে হৃদয় নামে এক ব্যক্তিকে আটক করে অভিনব কৌশলে ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here