উদয় শংকর সিংহ, কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গাছিদের প্রশিণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তাঁদেরকে এ শপথ বাক্য পাঠ করান যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। মঙ্গলবার সকালে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় মজিদপুর ইউনিয়নে প্রশিণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশের সভাপতিত্বে এবং কেনার হাটের উদ্যোক্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা, এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল হালিম, কেশবপুর প্রেসকাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী। গাছিদের পে বক্তব্য রাখেন প্রতাপপুর গ্রামের গাছি প্রতাপপুর গ্রামের গাছি ফুলমিয়া।
অনুষ্ঠানে গাছিদের মাঝে উপকরণ হিসেবে গাছি দা, ঠুঙ্গি ও ভাড় ঢেকে রাখার বিশেষ কাপড় বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে ভেজাল মুক্ত খেজুর গুড় তৈরি করার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি গাছিরা যাতে তাদের উৎপাদিত গুড়ের ন্যায্য মূল্য পান তার সুব্যবস্থা করা হবে। প্রশিণ অনুষ্ঠানে উপস্থিত ৩৫ জন গাছি ভেজালমুক্ত রস আহরণ এবং গুড় তৈরির শপথ গ্রহণ করেন। কারিগরি সহায়তায় ছিলেন যশোরের কেনার হাট ।