নাসের শাহারিয়ার জাহিদির পিতা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুছার ইন্তেকাল, জেডিএসএর শোক

0
296

শোক বিজ্ঞপ্তি : যশোর শামস-উল-হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান নাসের শাহারিয়ার জাহিদির পিতা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুছা (৮৮) ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ঝিনাইদাহ জেলার মুজিব সড়কের বাসিন্দা। বুধবার বাদ আসর ঝিনাইদাহ উজির আলী স্কুল মাঠে তার জানাজার নাম শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এ দিকে মরহুমের আত্মার মাগফিরাত ও তার শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here